আলোকিতমা গড়ার লক্ষে বিশ্বনাথ পৌরশহরের দতা গ্রামে রবিবার (২২আগস্ট) দারুন্নাজাত মহিলা মাদ্রাসা ও এতিমখানার ভিত্তিপ্রস্তুর স্থাপনকরা হয়েছে মাদ্রাসা প্রতিষ্ঠা করার উদ্যোগ গ্রহণ করেন দতা গ্রামের বিশিষ্ঠ ইসলামিচিন্তাবিদ, যুক্তরাজ্য প্রবাসী মাওলানা সিরাজুল ইসলামসা’দ। মাদ্রাসার ক্লাস বর্তমানে অস্থায়ী ভাবে সিরাজুল ইসলামের বাড়ীতে ইতিমধ্যে শুরু হয়েছে।.
সমাজের ইসলামি শিক্ষায় পিছিয়ে পড়া নারীদের শিক্ষায় শিক্ষিত করে আদর্শ মা তৈরী এবং অসহায় এতিম এবং বয়স্ক নারীদের ইসলামিক শিক্ষা দানের লক্ষ্যে সিরাজুল ইসলামসা’দ মাদ্রাসা প্রতিষ্ঠা করারপরিকল্পনা করেন।.
মাদ্রাসায় বয়স্ক মহিলা কোরআন শিক্ষা, মহিলা হিফজ বিভাগ, কিন্টার গার্টেন সহ বিভিন্ন শাখা থাকবে বলে জানিয়েছেন মাওলানা সিরাজুল ইসলামসা’দ। রবিবার মাদ্রাসার ১ম তলার ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জালালিয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা জউম আব্দুল মোনাইম মঞ্জলালী।.
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বনাথ দারুল উলুম কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নু’মান আহমদ, বিশ্বনাথ উপজেলাপরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান, মিয়ার বাজার মাদ্রাসার সহকারি অধ্যক্ষ মাওলানা পিয়ার মাহমুদ, আল ইর্শাদ লতিফিয়া দাখিল মাদ্রাসার সুপারমা ওলানা আব্দুল জলিল চৌধুরী, দারুন্নাজাত মহিলা মাদ্রাসা ও এতিমখানার প্রতিষ্ঠাতা মাওলানা সিরাজুল ইসলামসা’দ, যুক্তরাজ্য প্রবাসী আব্দুস সাত্তার, রফিক আহমদ, শাহ আমিন উল্লাহ মাদ্রাসার প্রতিষ্ঠাতা শাহ সুহেল আমিন, ওয়ান পাউন্ড হসপিটালের চীপকো-অর্ডিনেটর কবি নাজমুল ইসলামমকবুল, বিশ্বনাথ প্রেসক্লাব সভাপতি তজম্মুল আলীরাজু, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাইফুল ইসলাম বেগ, ব্যবসায়ী সিতাব আলী, মাওলানা আব্দুল মোমিন, মাওলানা ইকবাল হোসাইন, সিলেট পুস্তক ও প্রকাশক সমিতির সদস্য হোসাইন আহমদ শাহিন, বিশ্বনাথ প্রেসক্লাব সদস্য সফিকুল ইসলাম শফিক প্রমুখ।.
এছাড়া মাদ্রাসার ভিত্তি প্রস্তুর স্থাপন অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন। দু’আ মাহফিল শেষে শিরণী বিতরণ করা হয়। .
ডে-নাইট-নিউজ / মিজানুর রহমান মিজান,সিলেট (বিশ্বনাথ)::
আপনার মতামত লিখুন: